স্টাফ রিপোর্টার: কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ জাতীয় সংসদে পাস করা থেকে বিরত থাকা এবং হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান পান্নার মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি প্রদানের সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা ফোরকান আহমদ, শেখ আহমদ, মীর ইদরীস, জাকারিয়া নোমান ফয়েজি, নাসির উদ্দীন মুনির, জাহাঙ্গির আলম মেহদী প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, দেশে বিদ্যমান কওমি মাদরাসাসমূহ নিয়ন্ত্রণের জন্য সরকার ‘কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ’ নামে একটি কমিটি গঠন করতে যাচ্ছে। ওই কমিটির গঠন প্রক্রিয়া, ক্ষমতা, অধিকার, নিয়োগ, বরখাস্ত ইত্যাদি বিষয়ে একটি আইনের খসড়া প্রস্তুত করে সংসদে পেশ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ আইন বাস্তবায়িত হলে এদেশে কওমি মাদরাসার অস্তিত্ব ও স্বাধীন ধর্মীয় চর্চার অপমৃত্যু ঘটবে। কওমি শিক্ষা ধারাকে বিলুপ্ত করার জন্যই এ আইন অভিযোগ করে তারা বলেন, আইনটি কিছুতেই মেনে নেয়া যায় না। দেশে বিদ্যমান হাজার হাজার কওমি মাদরাসার পক্ষে এ নীতিমালা মেনে নেয়া কিছুতেই সম্ভব না।