দামুড়হুদার খলিশাগাড়ির নাসির গ্রেফতার : বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদার খলিশাগাড়ির নাসিরকে গ্রেফতার করেছে। নাসিরকে জিজ্ঞাসাবাদে শক্তিশালী বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতপরশু মঙ্গলবার রাত ১২টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের শান্তিনগরে। পুলিশ শান্তিনগরের মাকসুদার বাড়ি থেকে উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর খলিশাগাড়ির সিরাজুল ইসলাম ওরফে গদাই বিশ্বাসের ছেলে নাসির উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, নাসির একটি সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য। নাসিরকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই দর্শনা পরানপুর বেলে মাঠ থেকে পুলিশ পাঁচটি শক্তিশালী বোমা, পাঁচটি ধারালো দা উদ্ধার করেছে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকাল বুধবার নাসিরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গ্রেফতারকৃত নাসিরের স্ত্রী মাকসুদা তার স্বামী নির্দোষ দাবি করে বলেছেন, কোনো চক্র ষড়যন্ত্রমূলকভাবে নাসিরকে ফাঁসিয়েছে। সে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো না। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ নাসিরকে শান্তিনগর থেকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করে।