২ অক্টোবর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

 

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রি আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। যাত্রীরা ১১ থেকে ১৫ অক্টোবরের যাত্রার জন্য এ অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া রিটার্ন টিকিট বিক্রি শুরু হবে ৯ অক্টোবর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। যাত্রীরা ১৮ থেকে ২২ অক্টোবরের যাত্রার জন্য এ টিকিট সংগ্রহ করতে পারবেন। গতকাল মঙ্গলবার দুপুরে রেলভবনে রেলমন্ত্রী মজিবুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদে নিরাপদে ট্রেনে চলাচল করতে ও সুষ্ঠুভাবে টিকিট বিক্রি এবং কালোবাজারি রোধ করতে রেল কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা, অতিরিক্ত কোচ (বগি) সংযোজন এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল। মন্ত্রী আরো বলেন, জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ এবং ৱ্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের সময় ঢাকা স্টেশনের চারিদিকে এক কিলোমিটার এলাকা জুড়ে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা স্টেশনের ন্যায় অন্যান্য বড় বড় স্টেশনে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য দ্বারা প্রহরার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। তিনি বলেন, চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে কোথাও কোনো নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে এর জন্য জিআরপি টিজি পার্টি মোতায়েনের ব্যবস্থা নেয়া হবে। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।