মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার রাজধানী দামেস্কে একটি শক্তিশালী বিস্ফোরণে ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দামেস্কের দক্ষিণে তাদামন শহরে একটি সন্ত্রাসমূলক বোমা হামলা চালানো হয়েছে। সহিংসতার কারণে গত কয়েকমাস ধরে তাদামন দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহীদের রণক্ষেত্রে পরিণত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের দেয়া তথ্যানুসারে, সিরিয়া সংঘাতে ১ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর শরণার্থীতে পরিণত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।