স্টাফ রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার সোনার চালান আটক করেছে কাস্টমস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১২ কেজি ওজনের ১০৪টি সোনার বার ও ২৮টি মোবাইলফোনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। কাস্টমস ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে রানা নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার প্যান্টের দু পকেট থেকে একশটি ও জুতার ভেতরে ৪টিসহ মোট ১০৪টি সোনার বার উদ্ধার করে। উদ্ধার হওয়া বারগুলোর ওজন প্রায় বার কেজি। পরে রানাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, অ্যামিরাটস এয়ারলাইন্সের বিমানের (ইকে-৬৮৬) একটি ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকায় আসে রানা। তার কাছ থেকে উদ্ধারকৃত সোনাগুলোর ওজন দেয়া হয়েছে। সোনার আসল মালিককে খোঁজা হচ্ছে। তিনি বলেন, রানার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা সম্ভব হবে। অত্যন্ত কৌশলে সোনাগুলো পাচার করার চেষ্টা করেছিলো রানা। সে চোরাকারবারী গ্রুপের অন্যতম সদস্য। এদিকে বিমানবন্দরে তেল চুরির সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এপ্রোন এরিয়াতে ১৬ নং বোর্ডিং ব্রিজের কাছ থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। সোহেল জিএমজি এয়ারলাইন্সের মালিকের গাড়ি থেকে তেল চুরি করছিলো। জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিলো।