যশোর বেনাপোল সীমান্তে শিশুসহ ১৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার: সীমান্তের অবৈধ পথে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে যশোর বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা শিশুসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে। খুলনা-২৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর হামিদ-উর-রহমান জানান, পুটখালী ও দৌলতপুর সীমান্তের অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দলের সদস্যরা শিশুসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে ৫ জন শিশু, ৭ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে। আটককৃতদের বাড়ি যশোর, নড়াইল, মুন্সিগঞ্জ, গোপালঞ্জ এবং ঢাকা জেলার বিভিন্ন অঞ্চলে। আটককৃতদের রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।