মাথাভাঙ্গা অনলাইন : ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত থেকে মঙ্গলবার সকাল আটটার দিকে শাহজাহান নামের এক বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল আটটার দিকে বিজিবির সৈনিক শাহজাহান পিটি পোশাকে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত ফাঁড়ি থেকে মজুমদারহাট সীমান্ত ফাঁড়িতে আসছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে ভারতের দিকে নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক বসে। পতাকা বৈঠক শেষে পাঁচ ঘণ্ট পর দুপুর একটার দিকে তাকে ফেরত দেয়া হয়।
ফেনীস্থ বিজিবি চার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাঈম রিজভি জানান, বিজিবি সদস্যকে একটা ১০ মিনিটে ছেড়ে দেয়া হয়েছে।