মাথাভাঙ্গা অনলাইন : ভারতীয় সেনাবাহিনীর পাঠানো একশ কম্পিউটার বাংলাদেশে পৌঁছেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে এ কম্পিউটার হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে এ কম্পিউটারগুলো দিয়েছে তারা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ভারতীয় সেনাবাহিনীর দেয়া এ উপহার বেনাপোল চেকপোস্ট থেকে গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন শহিদ উপস্থিত ছিলেন।
কম্পিউটারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে বলে তিনি জানান।