মাথাভাঙ্গা অনলাইন : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের কামাল বেপারির স্ত্রী বিউটি বেগম (৩০) ও তার শিশুপুত্র ফেরদৌস (২)।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, বিউটি ছেলেকে সঙ্গে নিয়ে টেম্পোতে করে স্বামীর বাড়ি থেকে খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে ইল্লা বাসস্ট্যান্ডে টেম্পো থেকে নেমে ছেলেকে কোলে নিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন বিউটি। এসময় বরিশালগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিউটি ও তার ছেলের মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠায়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনার পর উপজেলার টরকী বন্দর এলাকায় ট্রাক ফেলে এর চালক পালিয়ে গেছে।