দর্শনা অফিস: দর্শনা জয়নগরের স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। এ মামলা গ্রেফতার করা হয়েছে আশি বছরের বৃদ্ধকে। দর্শনা পৌর শহরের জয়নগর স্কুলপাড়ার আবুল কাশেমের অভিযোগে জানা গেছে, ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসলিমাকে কয়েকদিন আগে অস্ত্রের মুখে অপহরণ করে একই মহল্লার আবু বক্করের ছেলে পাপন। মেয়ে অপহরণের অভিযোগ তুলে কাশেম গতপরশু সোমবার দামুড়হুদা থানায় বৃদ্ধ আবুবক্কর, ছেলে পাপন, ইসমাইল হোসেন হুদা ও একই মহল্লার মোতালেবের স্ত্রী মনোয়ারার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দর্শনা আইসি পুলিশ গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দর্শনা মোবারকপাড়ার একটি বাড়ি থেকে তাসলিমাকে উদ্ধার করে। পরপরই গ্রেফতার করে পাপনের পিতা আবুবক্করকে। গতকালই আবুবক্করকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে তাসলিমা অপহরণের ঘটনাটি প্রেমঘটিত বলে অনেকেই মন্তব্য করে বলেছে, পাপনের সাথে তাসলিমার বেশ কিছুদিন থেকে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। তাসলিমাই গতপরশু পাপনের হাত ধরে ঘর ছাড়ে।