দর্শনা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিপ্তরের কর্মকর্তারা দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কেরুজ বাংলা মদ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেননি। অভিযুক্ত মাদককারবারী রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সেপেক্টর লাকিয়া খানমের নেতৃত্বে এসআই আব্দুল হান্নানসহ সঙ্গীয় ফোর্স গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার বিভিন্ন এলাকায় চালিয়েছেন মাদকবিরোধী অভিযান। অভিযান চলাকালীন এ দলটি পৌর শহরের আনোয়ারপুরের নুর ইসলামের বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে ৫ লিটার কেরুজ বাংলা মদ উদ্ধার করেছে। লাকিয়া খানম বলেছেন, উদ্ধারকৃত মদ দামুড়হুদার কুড়ুলগাছির আশরাফ আলীর ছেলে রানার। রানা আনোয়ারপুরের নুর ইসলামের জামাই। সে ওই বাড়ি থেকেই মদের কারবার করে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের উপস্থিতি টের পেয়ে রানা পালিয়ে যায়। এ ঘটনায় লাকীয়া খানম বাদী হয়ে গতরাতেই রানার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ৪/৫ দিন সে দর্শনার বাইরে অবস্থান করছে। তাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে।