ঝিনাইদহের শৈলকুপায় স্কুলছাত্রকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আল মামুন (১৫) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শৈলকুপা উপজেলার ফুলহরী গ্রামের বিশ্বাসপাড়া কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন ফুলহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও ফুলহরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার হাঁটু, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আল মামুনের নানা আমির হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে মামুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও রাতে তার কোনো সন্ধ্যান মেলেনি। সকালে গ্রামের বিশ্বাসপাড়া কবরস্থানের পাশে তার লাশ পাওয়া যায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ মামুনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।