স্টাফ রিপোর্টার: ২৫ অক্টোবরের মধ্যে নির্দলীয় সরকারের ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার সময় বেঁধে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, ‘সরকারকে আমরা ২৫ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। আমরা দেখবো সংবিধান সংশোধন করে কি-না। সংবিধান সংশোধন না করে একতরফা নির্বাচন করলে কীভাবে তা প্রতিহত করতে হয়, আমরা দেখিয়ে দেবো।’ গতকাল মঙ্গলবার রাতে রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।এ সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। খালেদা জিয়া বলেন, জনগণকে নিয়ে বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে। এ সরকারের অত্যাচার মানুষের দুঃসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষ আশ্রয় খুঁজছে। মানুষ বিএনপিকে আশ্রয়স্থল মনে করছে। তিনি বলেন, ‘গরম কর্মসূচি দেখলে এ সরকারের মাথা গরম হয়ে যায়, মামলা-হামলা শুরু করে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, বিএনপির সঙ্গে মানুষ সম্পৃক্ত হচ্ছে, এই সম্পৃক্ততা আরও বাড়বে। সরকার একতরফা নির্বাচন করতে চায় কিন্তু এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, এ কমিশন পুরোপুরি আজ্ঞাবহ। ভোটার তালিকায় অনিয়ম ও গণ্ডগোল আছে দাবি করে তিনি বলেন, এ ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, এ সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। অথচ এ তত্ত্বাবধায়কের জন্য তারা ১৭৩ দিন হরতাল করেছিলো।