মাথাভাঙ্গা মনিটর: সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেলের অভিষেক হওয়ার কথা থাকলেও হয়নি। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে গত রোববার সহজ জয় পেয়েছে তারা। গেটাফেকে ১-৪ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা। অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিলো রিয়াল। পাঁচ মিনিটে লা ফিতা গোল করে তাদের ভড়কে দেন। তবে পেপে ও রোনালদোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় রিয়াল। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার। ৫৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ইসকো। ৮৫ মিনিটে ফাউল করে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন মিচেল। দশজনের গেটাফের জালে আরেকবার বল জড়ান রোনালদো। এ জয়ে ১৩ পয়েন্টে তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। দু পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা ও দুয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেল্টা ডি ভিগোর মাঠে গোলশূন্য ড্র করে ১১ পয়েন্টে রিয়ালের পরে ভিয়ারিয়াল। দিনের আরেক ম্যাচে রিয়াল বেটিস ও গ্রানাডার ম্যাচটিও গোলশূন্য থাকে।