মেহেরপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগ নেতা নাসির উদ্দীনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মাবনবন্ধন করেছে মেহেরপুর পৌরসভা ৫নং ওয়ার্ড যুবলীগ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল হাসপাতাল মোড়ে এ মানববন্ধনে যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান অপু, শহর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আসলাম খান পিন্টু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলামিন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একটি অপরাধের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সুষ্ঠ বিচার হওয়া সম্ভব। হত্যার উদ্দেশে নাসির উদ্দীনের ওপর হামলা করা হলেও প্রকাশ্যে ঘুরছে হামলাকারীরা। তারপরেও তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দ্রুত আইগত ব্যবস্থা নেয়ার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন নেতাকর্মীরা। গত ১৯ সেপ্টেম্বর রাতে হাসপাতালের সামনে নজরুল ইসলামের চায়ের দোকানে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জেলা যুবলীগের নির্বাহী সদস্য নাসির উদ্দীন। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।