স্টাফ রিপোর্টার: বগুড়ায় সম্পত্তির লোভে আপন ছোট ভাই কলেজ ছাত্র জাহিদ হাসান জয় ওরফে জনিকে (২০) হত্যা করেছে পাষণ্ড বড় ভাই আল ফারুক জেমস। এ ঘটনায় দু যুবকসহ ওই ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ তাদের আটক করেছে পুলিশের একটি বিশেষ দল। এদিকে, খুনের ঘটনায় নিহতের চাচা নূর ইসলাম বাদী হয়ে জাহিদ হাসান জয়ের বড় ভাই জেমস (২৫), সহকর্মী সৌরভ (২২) ও মাইক্রোবাস চালক আব্দুল মান্নানসহ (৩০) তিনজনকে আসামি করে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে আটককৃতদেরকে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আটককৃতরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন, অভিযানে অংশ নেয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (ওসি) আবু সিদ্দিকী। নিহত জনির বড় ভাই আসামি আল ফারুক জেমস নওগা জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর (দধিয়া) এলাকার নুর মোহাম্মদের ছেলে। অপর আসামি বগুড়ার শাজাহানপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে সুজন মাহমুদ ওরফে সৌরভ ও জেলা সদরের ভাটকান্দী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মাইক্রোচালক আব্দুল মান্নান।