দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদর ও চিৎলা হাসপাতাল মোড়ে ২টি ক্লিনিক, ২টি ফার্মেসি ও ১টি মুদির দোকানে অভিজান চালিয়ে ৪৮ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদ হোসেন। গতকাল সোমবার সকাল ১০-১২টা পর্যন্ত এ আদালত পরিচালিত হয়।
উপজেলার দামুড়হুদা প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা ও চিৎলা মোড়ে নিউ ডিজিটাল প্রাইভেট হাসপাতালে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। চিৎলা মোড়ে মোল্লা ফার্মেসিতে ভারতীয় ওষুধ বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা এবং দামুড়হুদা সদরের মাস্টার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৭ হাজার টাকা। এছাড়া থানা রোডের সিরাজুল স্টোরের মালিককে ১০ হাজার টাকা, চৌরাস্তার মোড়ের ফলের দোকানে ১ হাজার টাকা ও আমিনের দোকানে ৫শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে মোটরযান আইনে একজনকে ৩শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় র্যাব-৬’র ডিএডি জাহাঙ্গীর আলম, এস.আই আবুল কালাম, উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আ.মতিন ও উপজেলা নির্বাহী অফিসারের সি.এ ফয়জুল হক উপস্থিত ছিলেন।