দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাঝপাড়া রাস্তাভাঙ্গণ পরিদর্শন করলেন এমপি টগর

 

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাঝপাড়া প্রধান রাস্তার ভাঙ্গণ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা সহকারী প্রকৌশলী খালিদ হোসেন, মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু। পরিদর্শন শেষে এমপি টগর ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের সাথে কাস্টম মোড়ে আ.লীগ নেতা ছরোয়ার হোসেনের গোডাউনের সামনে আলোচনাসভা করেন। সভায় সংসদ সদস্য বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদদের বাংলার মাটিতে ঠাঁই নাই। এদেরকে প্রতিহত করতে হলে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা শওকত আলী তরফদার, নজির আহম্মেদ, সহিদুল হক, আব্দুল করিম, কাদের, সবুর মেম্বার, আব্দুল জলিল, মিন্টু, শওকত আলী, যুবলীগ নেতা আব্দুস ছালাম বিশ্বাস, শহিদুল সর্দার, আব্দুল হামিদ, কচি, ছাত্রলীগ নেতা মিঠু, শিরিন, রানা, তুহিন, জামাল প্রমুখ।