জীবননগর বাজদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

জীবননগর ব্যুরো: জীবননগরের বাজদিয়া গ্রামে পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বাজদিয়া গ্রামের নজরুল ইসলামের চার বছর বয়সী শিশুপুত্র মেজবাউল হক গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে তার লাশ বাড়ির পার্শ্ববর্তী আজগার আলীর পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।