চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাংবাদিকদেরে সাথে মতবিনিময় করেছেন খুলনার রেঞ্জের নবাগত ডিআইজি এসএম মনির-উজ-জামান। গতাকাল সোমবার দুপুর একটার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআইজি সাংবাদিকদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে খোলামেলা আলোচনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, জামায়াত-শিবির যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এ ধরনের কর্মকাণ্ড যে রাজনৈতিক দলই করুক না কেন তাদের একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও মাদক, চাঁদাবাজি, পুলিশের পরিবহন সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নওশের আলী, সহকারী পুলিশ সুপার (প্রবি) আব্দুল্লাহ আল মাসুদ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ইব্রাহিম, দমুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব পিপিএম, জীবননগর থানার অফিসার ইনচার্জ রকিব উদ্দীন, আলমডাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মনির মোল্লা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ অনেকে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ডা.শাহার আলী, আরিফুল ইসলাম ডালিম, আনজাম খালেক, খাইরুজ্জামান সেতু, কামরুজ্জামান চাঁদসহ অনেকে।