খালেদা জিয়ার খুলনা সফর উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির প্রস্তুতিসভা

 

আলমডাঙ্গা ব্যরো: বেগম খালেদা জিয়ার ২৯ সেপ্টেম্বর খুলনা আগমনকে সফল করার লক্ষ্যে গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় অফিসে প্রস্তুতিসভা করেছে। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মীর ইসমাইল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি একাংশের সহসভাপতি  আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন, প্রচার সম্পাদক কামরুজ্জামান বকুল, তাতী দলের আহ্বায়ক নওশের আলী, মৎসজীবীদলের আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, বিএনপি নেতা মোসারেফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আলি। কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, হাসিবুল হক, মহাবুল মেম্বার, ঝন্টু মালিথা, যুবদল নেতা মীর উজ্বল, ফরহাদ হোসেন, হাবিবুর রহমান, ঝন্টু রহমান, হারুন মিয়া, কলেজ ছাত্রদলের সভাপতি মাহমিদুর রহমান, রাজু আহমেদ, আমিরুল ইসলাম, সাহাজদ্দিন মাস্টার প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, খুলনায় মহাসমাবেশ সফল করতে মেহেরপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ আমজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আলমগীর খান ছাতু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ নেতৃবৃন্দ। নির্বাহী কমিটির সভায় জেলা নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মেহেরপুর জেলা থেকে সমাবেশে ব্যাপক মানুষের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় বিএনপির মহাসমাবেশ সফল করতে মেহেরপুর গাংনীতে প্রস্তুতিসভা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের গাংনী কার্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। গাংনী পৌরসভার জিয়া পরিষদের সভাপতি আহসান হাবিব বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মুরাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, বামুন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিকদলের সভাপতি গিয়াস উদ্দীন, যুবদল নেতা আব্দুল ওহাব বুলবুল, পৌর জিয়া পরিষদের সম্পাদক কাউন্সিলর সাহিদুল, ছাত্রদলনেতা চপল বিশ্বাসসহ নেতৃবৃন্দ।