মথাভাঙ্গা মনিটর: ফতিখার আলী খান ও মনসুর আলী খান ‘টাইগার’ পতৌদি এক সময় ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। এবার প্রপিতামহ ও পিতামহের দেখানো পথেই এগোতে যাচ্ছে ইব্রাহিম। বাবা সাইফ আলী খান বলিউডের অভিনয় জগত মাতালেও ক্রিকেট মাঠেই ভবিষ্যত দেখছে তার পুত্র। সাইফের প্রথম ঘরের স্ত্রী অমৃতা সিঙের সন্তান ইব্রাহিমকে ক্রিকেট ব্যাট হাতে দেখা যাবে নভেম্বরে। দিরুভাই অম্বনি ইন্টারন্যাশনাল স্কুলের (বিকেসি) হয়ে গাইলস শিল্ড ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ দলে খেলবে সে। এ খবর নিশ্চিত করেছেন দিরুভাই অম্বনি স্কুলের এক কর্মকর্তা, ‘হ্যা, ইব্রাহিম এমএসএসএ’র ক্রিকেট টুর্নামেন্টে খেলবে।’ সপ্তম শ্রেণি পড়ুয়া ইব্রাহিম ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে জানালেন তিনি, ‘সে একজন তারকার সন্তান হলেও আমাদের কাছে স্বাভাবিক ক্রিকেটার। টুর্নামেন্টে তার পারফরমেন্সের ব্যাপারে আশাবাদী আমি।’