দু দফা দাবিতে ঝিনাইদহে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে দু দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নসহ দু দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পেশাজীবী ও ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ জেলা শাখার আয়োজনে গতকাল রোববার সকাল ১১টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ছাত্র সংগ্রাম পরিষদ জেলা শাখার সভাপতি সুকণ্ঠ দেব শর্মা, সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ আবু জাফর, আসাদুল্লাহ বাচ্চু, হাসান জাহাঙ্গীর, মিরাজ হোসেন, সাব্বির আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী পদ থেকে সুপারভাইজার পদে নামিয়ে দেয়া হয়েছে। এ ছাড়াও তাদের পদোন্নতি না থাকায় প্রশাসনিক উচ্চ পর্যায়ে ডিপ্লোমা প্রকৌশলীরা যেতে পারছেন না। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ চলাকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধ কর্মসূচি চলাকালে বিশৃঙ্খলা এড়াতে এবং যানবাহন ভাঙচুররোধে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে তাদেরকে নিবৃত করা হয়। দু ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শ শ যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।