বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুরে আ.লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও জামায়াত থেকে শতাধিক নেতাকর্মী আ.লীগের যোগদান করেছেন। গতকাল রোববার বিকেলে বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সে স্বপ্ন পূরণ করেছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিলে দেশের মানুষ খুঁজে পাবে স্বস্থি। তাই আসুন আ.লীগের পতাকাতলে সমবেত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি। ইউনিয়ন আলীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মহাসীন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা আলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, উথলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আ.হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মাস্টার ও বেগমপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আ.বারি বিশ্বাস। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল ইসলাম রান্টু, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. বেলাল হোসেন, আব্বাছ আলী, হায়দার আলী, ফাতুরুজ্জামান, আ.মতিন, আকতার হোসেন, যুবলীগ নেতা আবুতালেব, শফিকুল কবির ইউসুফ, আব্দুল হান্নান ছোট, সাইফুল ইসলাম হুকুম, জয়নাল আবেদীন নফর, আজিজুর রহমান বাবু, ইকবাল হোসেন, আশরাফুল আলম বাবু, একে আজাদ কিরণ, আসাদুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুস সালাম ভুট্টো, হজরত আলী, সেলিম উদ্দিন বগা, রেজাউল ইসলাম, ফয়সাল, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, মিঠু বিশ্বাস, শাহীন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। সভা শেষে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়নের বেগমপুর, ঝাঝরি ও যদুপুর গ্রামের সাঈদ, আনছার ও আমিরুলের নেতৃত্বে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী এমপি আলী আজগার টগরের হাতে হাত দিয়ে আ.লীগে যোগদান করেন। এ সময় এমপি টগরসহ নেতৃবৃন্দ সকলকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেন।