স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ‘ফুডপার্ক’ নামের ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ জামান আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করেন। ফুডপার্ক উদ্বোধনের পর ডিআইজি চুয়াডাঙ্গা পুলিশ পার্কে নদীর তীরে নবনির্মিত কনফারেন্স হলও উদ্বোধন করেন।
সার্বিক তত্ত্বাবধানে ও অন্যতম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধূরী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালেহ উদ্দীন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ অফিসারদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে ফুডপার্ক নামের ফাস্টফুডের দোকানটি শুধু পুলিশ সদস্যদের জন্যই নয়, সর্ব সাধারণের জন্য উম্মুক্ত থাকবে। অপরদিকে পুলিশ পার্কের কনফারেন্স হল উদ্বোধনকালে খুলনা রেঞ্জের ডিআইজ পুলিশ পার্কটি ঘুরে ঘুরে দেখেন। তিনি পার্কটির উন্নয়নে আরো আন্তরিক হওয়ার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।