চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ব্যবসায়ীরা ক্ষুব্ধ

৩০ হাজার টাকা জরিমানা আদায় : ব্যবসায়ীদের যৌথ বৈঠক আজ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ডিলিংস লাইসেন্স না থাকায় এবং অ্যাসিড নিয়ন্ত্রণ লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালত পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এদিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ায় চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতি এবং দোকান মালিক সমিতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আজ তারা এ ব্যাপারে জরুরি বৈঠক আহ্বান করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, মোহাম্মদ সুহেল মাহমুদ ও মো. আনোয়ার সাদাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। ডিলিংস লাইসেন্স না থাকার অপরাধে ১৯৫৬ এর ৩ (২) (ক) ধারায় মবিল সেন্টারে ১৫ হাজার টাকা, প্রভা এন্টারপ্রাইজে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পদ্মা জুয়েলার্সের অ্যাসিড নিয়ন্ত্রণ লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মডার্ন জুয়েলার্স ও নিউ মডার্ন জুয়েলার্সের মালিককে ৩ হাজার টাকা করে জরিমাণা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে চুয়াডাঙ্গা শহরের ব্যবসায়ীদের মধ্যে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি হলে গতরাতে জেলা শিল্প ও বণিক সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ জরুরিভাবে বৈঠকে মিলিত হন। এ ব্যাপারে আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে যৌথ সভার আয়োজন করা হয়। এ সভা থেকেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে শিল্প ও বণিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহারিন হক মালিক ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।