আলমডাঙ্গা ব্যুরো: গতকাল আলমডাঙ্গা কলেজপাড়া যুব সম্প্রদায় আয়োজিত কলেজপাড়া সুপারলিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইতিহাসের হিরো একাদশকে হারিয়ে জেট চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়। সবকটি উইকেট হারিয়ে জেট চ্যালেঞ্জার ১৭২ রান অর্জন করে।
জবাবে ইতিহাসের হিরো একাদশ নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয় কুমার দত্ত এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন জুয়েল।