হিজুলী সিংহাটিতে প্রীতি ফুটবলে হিজুলী একাদশ জয়ী

 

আমঝুপি প্রতিনিধি: গতকাল শনিবার বিকেল ৪টায় আমঝুপি ইউনিয়নের হিজুলী সরকারি প্রথমিক বিদ্যালয়মাঠে হিজুলী একাদশ ও সিংহাটি একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মিনিটে হিজুলী একাদশের পক্ষে সামাদুল ১টি গোল করে দলকে বিজয়ী করে। খেলা পরিচালনা করেন রওনক জাহান। বিপুল দর্শক খেলাটি উপভোগ করে।