স্টাফ রিপোর্টার: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির কবর ভেঙে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাদের একমাত্র সন্তান মেঘ সাবালক না হওয়া পর্যন্ত কবরটি সংরক্ষণের ব্যাপারে বিবেচনা করছে ওই বিভাগ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো তদন্ত চলছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছে, সেহেতু তাদের কবর ভাঙার অনুমতি দেয়া হবে না। জানা গেছে, আজিমপুর কবরস্থানে সাগর-রুনির কবর ভেঙে দেয়ার উদ্যোগের ব্যাপারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে যোগাযোগ করা হয়েছে। গতকাল শনিবার থেকে সিটি করপোরেশনের নিয়মিত কাজের অংশ হিসেবে আজিমপুর কবরস্থান সমান করার কাজ শুরুর কথা। সিটি করপোরেশন প্রতি বছর একবার অরক্ষিত কবরগুলো ভেঙে সমান করে। নতুন কবরের জায়গার সংকটের কারণে এটা করা হয়।