স্টাফ রিপোর্টার: পৃথিবীর কোথাও রায়ের পর আইন পরিবর্তনের নজির নেই। কিন্তু বাংলাদেশে এটাই প্রথম বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শুক্রবার রাজধানীর বিদ্যুতভবনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ), ঢাকার অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, আমি ভয় করি আমাকে নির্বাচন করতে হবে। কিন্তু এটা সঠিক নয়। জনগণের কথা বাদ দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি এখন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত উল্লেখ করে এরশাদ বলেন, আমি আশা করব সব দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাকে পছন্দ করবে তারাই ক্ষমতায় আসবে।