স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবাইল ফোনের একটি শোরুমে অভিযান চালিয়ে এক হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র, একই লোকের শতাধিক ছবি, একটি ল্যাপটপ ও তিনটি কম্পিউটার জব্দ করেছে। এ ব্যাপারে চার জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে যশোর শহরের জেস টাওয়ারের সামনে শফিউল্লাহ কমপ্লেক্সের মোবাইল প্লাজায় অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করা হয়। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ডিবি পুলিশ ওই শোরুমে অভিযান চালিয়ে এক হাজারের বেশি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও একই লোকের শতাধিক ছবি উদ্ধার করেছে। একই সাথে পুলিশ ওই অফিসের একটি ল্যাপটপ ও তিনটি ডেক্সটপ কম্পিউটার জব্দ করে অফিসটি সিল করে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই অফিসের চার কর্মচারীকে আটক করা হয়েছে।