মেহেরপুরের গোভিপুর থেকে ফেনসিডিলসহ জাহানারা গ্রেফতার

 

মেহেরপুর অফিস: ১৫ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী জাহানারা বেগমকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ফেনসিডিল বেচাকেনার সময় তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের স্ত্রী এবং আলোচিত মাদক ব্যবসায়ী।

অভিযান পরিচালনাকারী ডিবির উপ সহকারী পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানিয়েছেন, জাহানারার জামাই রশিদুল ইসলামের বাড়িতে ফেনসিডিল বিক্রিকালে ডিবি সদস্যরা হাজির হয়। রশিদুল ও তার সঙ্গীয় মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ধরা পড়ে জাহানারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ জাহানারাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন রবিউল ইসলাম।