স্টাফ রিপোর্টার: মাগুরায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ৩০০ খাতাসহ আদর্শ কলেজের ৩ অফিস সহকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সদর থানা পুলিশ আটককৃতদের বাড়িতে অভিযান চালিয়ে খাতাগুলো উদ্ধার করে। আটকৃতরা হলেন- গোলাম মোস্তফা, এবাদত হেসেন ও সুভাষ কুমার। জানা যায়, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি চক্র জালিয়াতির মাধ্যমে নতুন করে খাতায় লিখে মূল খাতার ভেতরের পাতা ফেলে তা সংযুক্ত করে জমা দেয়ার অপচেষ্টা করছে-এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। আটককৃতদের রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।