স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর এসি কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বাসযাত্রীসূত্রে জানা গেছে, ৬/৭ জনের ডাকাতদল ঢাকা গাবতলী থেকে যাত্রীবেশে বাসে ওঠে। ফরিদপুররের কানাইপুর এলাকায় বাসটি এলে ডাকাতরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয় এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি শুরু করে। ডাকাতরা ২০/২৫টি মোবাইলফোন ও নগদ টাকা, সোনার গয়নাগাটিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে এ সময় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ধাওয়া করলে মধুখালীর আরকান্দি নামক এলাকায় ডাকাতরা গাড়ি থামিয়ে পালিয়ে যায়। ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং যাত্রীদের সাথে কথা বলে তদন্তের কাজ করছেন বলে মাথাভাঙ্গাকে জানিয়েছেন।