স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতেই স্থানীয় এক উপজেলা চেয়ারম্যানের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার। সদর উপজেলাও ওই চেয়ারম্যান হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। গতকাল শুক্রবার বিকেলে নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে। সাজেদুর রহমান খানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে, ভেদাভেদ ভুলে নাটোরের চারটি আসনেই আওয়ামী লীগকে বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় এ হাতাহাতি হয়।