আলমডাঙ্গা ব্যুরো: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার শ্যালকবাবুর মোবাইল চুরি করে বিপাকে পড়েছে সংঘবদ্ধ চোরচক্র। চোরাই মালামালসহ দুজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানা গেছে, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তার ব্যবহৃত অ্যাপেলের আই ফোন ও ল্যাপটপ সম্প্রতি তার শ্যালককে উপহার দেন। সেই ল্যাপটপ বেশ কয়েক দিন আগে চুয়াডাঙ্গা থেকে সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র চুরি করে নিয়ে যায়। পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ চট্টগ্রামের দুজন এসআই সম্প্রতি কয়েক দিন আলমডাঙ্গায় অবস্থান করে জানতে পারেন আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আশরাফুল ইসলামের নিকট চোরাইকৃত মালামালগুলো রয়েছে। সেসময় আশরাফুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। আশরাফুলের দেয়া তথ্যের ভিত্তিতে গত পরশু রাতে আন্তঃজেলা চোরচক্রের হোতা ফরিদপুর জেলার বোয়ালিয়া থানার ভাটপাড়া গ্রামের মৃত হাশেম শেখের ছেলে নবী ওরফে নবীনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুনরায় এরশাদপুর গ্রাম থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ আশরাফুলের বাড়ি থেকে চোরাইকৃত আই ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফুল কবীর ও এসআই আনিস ওই অভিযান পরিচালনা করেন। রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।