স্টাফ রিপোর্টার: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস পরীক্ষার ১ম সেমিস্টার ইংরেজি পরীক্ষায় ছয় জন পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রের দুজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেলেও কলেজ অধ্যক্ষ অবশ্য বলেছেন, অসদোপায়ের দায়ে ছয় জন পরীক্ষার্থীকে বহিস্কার করা ছাড়া অন্য কোন ব্যবস্থা নেয়া হয়নি।
জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ এ বিএসএস পরীক্ষা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মাথায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে হাজির হন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। তিনি পরীক্ষা পরিদর্শনকালে ছয় জন পরীক্ষার্থীর নিকট থেকে নকল উদ্ধার করে ছয়জন পরীক্ষার্থীকেই বহিস্কার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রেই অবস্থান করেন বলে জানা গেছে।