স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে দু বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকা থেকে হীরা (৩২) ও আল্টু (৪২) নামে দু বাংলাদেশিকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আটক করে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাত বাংলাদেশি ভারতের কেরালা রাজ্য থেকে দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্তের ১৫৭-১ (এস) সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সরকার পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় পাঁচজন পালিয়ে আসতে সক্ষম হলেও হীরা ও আল্টু বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফের হাতে আটক হীরা ওই ইউনিয়নের ভাগজোত এলাকার আফতাব মণ্ডলের ছেলে এবং আল্টু পার্শ্ববর্তী মহিষকুণ্ডি ঘুনাপাড়া এলাকার মৃত খোদাবক্সের ছেলে। এ বিষয়ে ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন জানান, আটকদের ফেরত চেয়ে শনিবার বিএসএফকে চিঠি দেয়া হবে।