দেশ ছেড়ে নিউইয়র্ক পাড়ি দিয়ে চমক দেখিয়েছেন জয়: হান্নান শাহ

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পুত্র জয় দেশে এসে তিন দিনের মধ্যে চমক দেখাবেন, আমরা সেই চমকের অপেক্ষায় ছিলাম। কিন্তু কিছুই দেখতে পাইনি। তবে তিনি বাংলাদেশ ছেড়ে নিউইয়র্ক পাড়ি দিয়ে চমক দেখিয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক গোল টেবিল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়কে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ এ কথা বলেন। আ.স.ম হান্নান শাহ বলেন, সরকার যদি জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার না দেয় তাহলে তারা বাকশাল থেকে আর আওয়ামী লীগ হওয়ার সুযোগ পাবে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বাম কানে শোনেন না, আমরা ক্ষমতায় এলে মেডিকেল বোর্ড গঠন করে আপনার কানের চিকিৎসা করাবো।