দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল মহাসম্মেলন (নজরুল মেলা) উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিল্পকলা একাডেমীর শিক্ষক আসমত আলী বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নজরুল ইসলাম স্মরণে দু দিনব্যাপি মহাসম্মেলন (নজরুল মেলা) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যেই এ মতবিনিময়সভার আয়োজন।