আত্মনির্ভর দেশ গড়তে আরো একবার নৌকায় ভোট দিন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কেশবপুরে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহীদ লতিফ মিল্টন, আতিয়ার রহমান খান, ইমতিয়াজ হোসেন, মকসেদ আলী, মোতালেব হোসেন, খালেক খা, ইউনুচ আলী, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, অ্যাড. আবু তালেব, আব্দুল হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, মিরাজ, ছোট হযরত, শামসুল, হাশেম মেম্বার, ইছা মেম্বার, জাহিদুল মেম্বার, শফি, শরিফুল, আজিবার, আশরাফুল, এনামুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ডলার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ওয়াদাপূরণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত সাড়ে চার বছরে দেশ অনেকটাই স্বর্নিভরের দিকে এগিয়ে গেছে এবং নির্বাচনী ওয়াদার সিংহভাগ পূরণ করতে সক্ষম হয়েছে। দেশকে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে আপনারা আরো একবার নৌকা মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিরোধীদল ঈর্শান্বিত হয়ে একের পর এক মিথ্যাচার করে চলেছে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একরে পর এক নাশকতামূলক ঘটনা ঘটিয়ে চলেছে। হরতালের নামে গাড়ি পোড়ানো, পবিত্র কোরআন শরীফে আগুন দেয়া থেকে শুরু করে নিরীহ মানুষ হত্যা করে তারা উল্লাস প্রকাশ করছে। তারা ক্ষমতায় আসার জন্য এতোটাই মরিয়া যে, তাদের হাত থেকে পুলিশ পর্যন্ত রেহায় পাচ্ছে না। যা দেশের শান্তি প্রিয় মানুষ চায় না। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগ নেতা আবু তালেব।