দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের মা সাজেদা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….রাজেউন)। শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দেউলী বড় মসজিদে মরহুমের জানাজা শেষে নিজ গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ হাজারো মানুষ মরহুমের জানাজায় অংশ নেয়। মৃত্যুকালে তিনি চার ছেলে, দু মেয়ে, নাতিনাৎকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে দামুড়হুদা সদর ইউপি সদস্য রাশেদুল ইসলামের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।