স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত ও কাফরুল থেকে দু ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়। খিলক্ষেত এলাকায় নিজ বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয় সাঈদ হোসেন পল্লবের (৩৫) লাশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এদিকে মিরপুর-১৩ নম্বর থেকে শফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা চালককে কুপিয়ে অটোরিকশাটি ছিনতাই করে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।