খবর: (আলমডাঙ্গা বিদ্যুত অফিসের নাইট গার্ড জহির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ)
পরের টাকায় পোদ্দারি বেশ করো
বেছে বেছে চাঁন্দাপাতি ধরো
খেটে খাওয়ার মুরোদ কি গো আছে
নগদ কড়ি চাচ্ছো লোকের কাছে।
এর খেসারত মাপতে হবে ঠিকই
আঁধার হয়ে আসবে চারিদিকই
হুমকি দিয়ে ভাব নিয়ো না অতো
ক্রসফায়ারে গেলো মানুষ কতো।
কার ভরসায় চান্দাবাজি করো
আচ্ছা করে তবিল পকেট ভরো
তোমার তলা বেজায় রকম লিক
যাক দেখা যাক কদিন থাকো ঠিক।
-আহাদ আলী মোল্লা