চোখে মাথায় পোকা : সংজ্ঞাহীন মহিলা পড়ে হাসপাতালের বারান্দায়

 

স্টাফ রিপোর্টার: চোখে মাথায় পোকা লাগা অবস্থায় মধ্যবয়সী এক মহিলাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন সংজ্ঞাহীন অবস্থায় মহিলাকে সদর হাসপাতালে রেখে যায়। ভর্তির পর মহিলাকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়েছে।

মাথায় ও চোখে পোকা গিজ গিজ করছে। কোনো রকম নিশ্বাস বইছে মহিলার। জ্ঞান নেই। ফলে পরিচয়ও জানা সম্ভব হয়নি। পরনে রয়েছে ছাপা শাড়ি ও কালো পেটিকোট। কোথায় পড়ে ছিলো মহিলা? কোথা থেকে উদ্ধার করে কে বা কারা হাসপাতালে নিয়ে ফিরে গেলেন তাও জানা সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারের নিকটস্থ বারান্দায় ফেলে রাখা হয়েছে তাকে। দৃশ্য দেখে অনেকেই কিংকর্তব্য বিমূড় হলেও কারোরই যেনো কিছুই করার নেই। মহিলার বয়স আনুমানিক ৪০ বছর।