চুয়াডাঙ্গা যুবদল আয়োজিত সভায় সৈয়দ কামরুজ্জামান

 

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা লে.কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান বলেছেন, বর্তমান সরকার আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে বাকশালী কায়দায় দেশ শাসন শুরু করেছে। নির্বাচন বানচালের জন্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে। দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ সরকারের ওই নীল নকশার নির্বাচন পতিহত করে আওয়ামী লীগের দুঃশাসন দূর করবেই করবে।

গতকার শুক্রবার দেশব্যাপি বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন পীড়ণের প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুবদল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মফিজুর রহমান মনা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবিএম হাসান হাসু। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, প্রচার সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম মুকুট।

‌                সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির দফতর সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, দৈয়দ শরিফুল আলম বিলাস, যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, মিলন রেজা, ইকরামুল হক ইকরা প্রমুখ।