চাঁদাবাজি মামলায় ভিমরুল্লার হ্যাপিকে জেলহাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লার হাফিজুর রহমান হ্যাপিকে শেষ পর্যন্ত জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি মামলায় গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। গতপরশু সন্ধ্যার পর ওই জেলখানারই সামনে আয়োজিত সালিসে একজনকে মারধর করে থানায় উল্টো নালিশ করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানিয়েছে, ভিমরুল্লার অটোচালক জিনারুল ভাড়ায় চালিত অটো অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে তিনি অটো হারালে হাফিজুর রহমান হ্যাপী ভয় দেখিয়ে তার নিকট থেকে চাঁদাবাজি শুরু করে। অটো ছিনিয়ে নেয়া আমিরকে শনাক্ত করার পর আমিরের নিকট থেকেও হ্যাপিসহ তার সহযোগীরা অর্থ আদায় করতে থাকে। এ নিয়ে গত পরশু বৃহস্পতিবার ভিমরুল্লাহ জেলখানার অদূরেই সালিসের আয়োজন করে। সেখানে হ্যাপী প্রভাব খাটিয়ে একজনকে মারধর করে। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে। চতুর হ্যাপী থানায় উল্টো নালিশ করতে গেলে স্থানীয়রা হ্যাপীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করে। পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

চাঁদাবাজি মামলায় আসামির তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে মোমিন, আরন মোল্লা ও ইলিয়াস।