গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মুন্দা মাঠে দু বিঘা জমির বেগুনগাছ কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বেগুনগাছের মালিক জানিয়েছেন, এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মুন্দা গ্রামের মঞ্জুরুল ইসলাম চন্দনের জমি লিজ নিয়ে বেগুন চাষ করেন তেরাইল গ্রামের বাবলু মিয়া ও ঠান্ডু মিয়া। গত সপ্তাহ থেকে বেগুন তোলা শুরু হয়। মুন্দা গ্রামের বিনারুল ইসলাম ওরফে ন্যাংটা বীনা তার লোকজন নিয়ে ক্ষেতের সবগুলো বেগুন গাছ কেটে দেয়। সব হারিয়ে এখন দিশেহারা ওই কৃষক পরিবার। প্রতিকার চেয়ে গতকাল শনিবার সকালে বেগুনগাছ নিয়ে তারা থানায় হাজির হন। বিনাকে প্রধান আসামি করে ১০ জনের নামে গাংনী থানায় মামলা দায়ের করেন বাবলু মিয়া।