খুলনায় পরীক্ষার উত্তরপত্র উদ্ধার : অধ্যক্ষ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার একটি লিখিত উত্তরপত্র খুলনার ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কক্ষ থেকে গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম গোলাম হায়দারের কাছে একটি লিখিত উত্তরপত্র আছে বলে খবর পায় পুলিশ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজাকে ঘটনাটি জানানো হয়। তারা দুজন গত বুধবার রাতে অধ্যক্ষের কক্ষের আলমারির ড্রয়ার থেকে লিখিত পরীক্ষার একটি খাতা উদ্ধার করেন। সেটি গত ২৩ আগস্ট অনুষ্ঠিত এইচএসসি সমাজকল্যাণ দ্বিতীয়পত্রের একটি উত্তরপত্র। ওই খাতাটি খুলনার খালিশপুর থানার বদরুজ্জামান শেখ নামে এক শিক্ষার্থীর বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।