খাড়াগোদা বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান দু কেজি গাঁজা উদ্ধার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে দু কেজি গাঁজা উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় গাঁজার মালিক জানু কর্মকারকে গ্রেফতার বা তার বিরুদ্ধে মামলা করেনি কর্তৃপক্ষ।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের পাচু কর্মকারের ছেলে জানু কর্মকারের বাড়িতে। এ সময় তারা জানু কর্মকারের ঘর থেকে প্রায় দু কেজি গাঁজা উদ্ধার করেন। স্থানীয় লোকজনের সুপারিশের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানুকে গ্রেফতার বা তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানু জানিয়েছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তা লাখিয়া খানমের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।